স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একটি স্কুলের সামনে থেকে এক কিশোরীকে (১৩) অপহরণ করে ধর্ষণের দায়ে সিরমান মোল্লা (২০) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।বুধবার (২২ নভেম্বর) দুপুর তিনটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন।
রায় প্রদানের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত তরুণ ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী গ্রামের বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা গেছে,২০২২ সালের শুরু থেকেই সিরমান মল্লিক ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের একটি গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে ওই বছর ১৮ জুলাই সকাল ৮ টার দিকে সিরমান মল্লিক তার কয়েকজন সহযোগীকে নিয়ে একটি মাইক্রোবাসে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই কিশোরীর মা ২০২২ সালের ৮ আগস্ট মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিরমানের সাথে একই এলাকার ইমরান মল্লিক(২০) ও রাব্বি শেখ(২১) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন কুমার পাল জানান, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় এ রায় প্রদান করা হয়েছে। তিনি বলেন, এই রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।
Leave a Reply