স্টাফ রিপোর্টার : ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য ট্রলার প্রদান করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল দশটার দিকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদের নিকট ট্রলারটি হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসক ট্রলার ও মোটর সাইকেলে করে চর হরিরামপুরের পদ্মা নদী বিধৌত চর শালেপুরে যান। সেখানে হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের দুই শত শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, হটপট, পানির পট ও একশত ছেষট্টি জন শিক্ষার্থীকে স্কুল পোশাক বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, যদি আমরা প্রজন্মকে শিক্ষিত করতে না পারি তাহলে কোন উন্নয়নই কাজে আসবে না। তিনি চর এলাকায় রাস্তা নির্মান সহ চিকিৎসা সেবার জন্য একটি হাসপাতাল নির্মানের উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রæতি দেন। এ অনুষ্ঠানে সবাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মোর্শেদ। উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিয়ামত হোসেন, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন প্রমূখ।
Leave a Reply