স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের চলমান অবরোধের মধ্যে গাড়ী চালালেই চালকরা পাচ্ছেন ঠান্ডা সেভেনআপ। রবিবার দুপুরে এমনটি দেখা গেছে বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকায়। অবরোধে চলাকালে জনসাধারণের সুবিধার্থে সকল যানবাহন চালু রাখতে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাড়ীর চালকদের গাড়ি চালাতে উৎসাহ দিচ্ছেন এবং ঠান্ডা সেভেনআপ বিতরণ করছেন। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দিলে সর্বস্তরের ব্যাক্তিরা পথে যাতায়ত করতে সমস্যার সম্মুখিন হয়।
এ কারণে বিভিন্ন যানবাহন চালু রাখতে রবিবার দুপুরে উপজেলার সাতৈর বাজারে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন থামিয়ে প্রত্যেক চালকদের হাতে ঠান্ডা সেভেনআপ ধরিয়ে দিচ্ছেন সরকার দলীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ খায়রুল ইসলাম, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আওয়াল হোসেন, সাতৈরের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি সদস্য খলিল শেখ প্রমুখ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিকুল মীরদাহ বলেন, বিএনপি জামায়ত জোটের অবরোধ বানচাল করতে উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বোয়ালমারীর-মাঝকান্দি আঞ্চলিক মহা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান করে। পিকুল মীরদাহ আরও বলেন, দুপুর ১টা থেকে তিনটা পর্যন্ত ওই আঞ্চলিক মহা সড়কের উপজেলার সাতৈর বাজার এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের শতাধিক গাড়ির চালককে ২৫০ মিমি সেভেনআপ বিতরণ করে।
Leave a Reply