ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার ভাংগা উপজেলার লক্ষীপুর গ্রামের শহীদ মাতুব্বর হত্যা মামলার আসামিদের জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর দাবীতে মানববন্ধন করেছে হত্যা মামলার বাদী, সাক্ষীবৃন্দসহ এলাকাবাসী।
রোববার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানিকদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে আসলাম মাতব্বর, শাহজাহান মাতুব্বর, হামিদ মোল্লা, রাশেদ পাটাদার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মামলার আসামিরা সম্প্রতি জামিনে বেরিয়ে এসে বাদীদের কে হুমকি-ধমকি এমনকি হত্যারও হুমকী দিচ্ছে। ফলে মামলার বাদী ও সাক্ষীরা শংকার মধ্যে দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে আসামি আসলাম, এনামুল, মঞ্জু খা সহ অন্য আসামিদের গ্রেপ্তার করে পুনরায় জেলহাজতে প্রেনণসগ এ হত্যাকান্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শহীদ মাতব্বর।
Leave a Reply