স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকার বাড়ি হতে প্রেমিক আলমগীর বেপারী (২৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ আশ্রয়ন প্রকল্পের এক ঘর থেকে ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানার পুলিশ। মৃত আলমগীর বেপারী ভাঙ্গার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের মুকবুল বেপারীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে আলমগীর তার প্রেমিকার বাড়িতে গিয়ে তাকে বিয়ে করতে চাপ দেয়। প্রেমিকা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এরপর প্রেমিকার বাড়িতে অবস্থান করে। একপর্যায়ে প্রেমিকার বাড়ির বসতঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, ওই নারী ও আলমগীর বেপারী দুজনেই বিবাহিত। নারীটির স্বামী পেশায় একজন ফেরিওয়ালা। ওই নারীর সাথে আলমগীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রতন কুমার বিশ্বাস বলেন, আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আলমগীরের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়ন্ াতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply