স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নকে মোবাইল প্রতারক টোপ পার্টির হাত থেকে মুক্ত করতে আইন শৃংখলা বাহিনী ও এলাকাবাসীর প্রতি আবেদন জানানো হয়েছে। শুক্রবার সন্ধায় এক সমাবেশ থেকে এ আহ্বান জানান বক্তারা। তাদের দাবী ডুমাইনকে মানুষ মোবাইলে বিকাশসহ নানা ধরনের প্রতারকদের সদর দপ্তর হিসেবে জানে, যা দু:খজনক।
ডুমাইন বাজারের পাশের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয় ডুমাইন ইউনিয়ন মাদক ও প্রতারণামূলক নির্মূল কমিটির উদ্যোগে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
পুলিশ সুপার বলেন, মোবাইল প্রতারণ ও টোপ পার্টির দৌরাত্ম দিনে দিনে বাড়ছে। প্রতিদিন এ পার্টির দালালদের খপ্পরে পড়ে মানুষ প্রতারিত হচ্ছে। এ অবস্থার অবসান হওয়া জরুরী।
VIDEO : http://https://youtu.be/_wo4DM9RVT0
বিশেষত এজাতীয় একটি পার্টির কথা ডুমাইন এলাকায় রযেছে বলে শোনা যায়। এদেরকে নির্মূল করতে হলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এ এলাকার জনগণের বিশেষ ভূমিকা করয়েছে। লোকাবাসীকে বুঝতে হবে গুটি কয়েক রোকের জন্য একটি এলাকা চিরস্থায়ী ভাবে বদনামের ভাগিদার হতে পারে না। জনগণ সচেতন হলে এ পার্টির খপ্প্ড় থেকে এ এলাকাকে মুক্ত করা কঠিন কোন বিষয় নয়। আসুন এলাকার বদনাম ঘুচাতে আমরা এক সাথে কাজ করি।
আযোজক কমিটির আহ্বায়ক শেখ খলিরুর রহমান বাদশার সভাপতিত্বে বক্তব্য দেন র্যাব-৮ এর উপ-সহকারি পরিচালক শেখ ইসরাইল আমিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালিক মো. আনোয়ার হোসেন, সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আনিসুজ্জামান, ডুমাইন ইউনিয়ন মাদক ও প্রতারণামূলক নির্মূল কমিটির সদস্য সচিব আবুল কারাম আজাদ, উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, খাদ্যমন্ত্রীর পিআরও মো. সুমন মেহেদী, উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবুল হাসান প্রমুখ।
বক্তরা মোবাইল প্রতারণ টোপ পার্টি ও তাদের দালালদের খপ্পর থেকে ডুমাইন এলাকাকে মুক্ত করতে সকলের সহায়তা কামান করেন। প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেন।
Leave a Reply