স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে চার অনলাইন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকদের বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (৩১ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ছোলনা এলাকার একটি বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রায়পুর গ্রামের আব্দুল আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৫), একই গ্রামের সিরাজুল ইসলাম মোল্যার ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও একই উপজেলার ছোলনা গ্রামের মৃত সালাম মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (২৮) এবং দক্ষিণ কামারগ্রাম এলাকার জনাব আলী মোল্যার ছেলে বকুল মোল্যা (২৯)।
আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, আটকরা মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করি। এব্যাপারে একটি মামলা দায়ের শেষে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply