নগরকান্দা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগের ০১ নং যুগ্ম সাধারণ এ্যাড. জামাল হোসেন মিয়াকে। সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া সরকারী চাকুরীতে যোগ দেয়ায় এবং দলের সাধারণ সদস্য পদ থেকেও পদত্যাগ করায় এ পদটি শুন্য হয়। ০৬ মে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ জানান, সাধারণ সম্পাদক পদত্যাগ করায় দলের গঠনতন্ত্র মোতাবেক এ্যাড. জামাল হোসেন মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে। তিনি মনে করেন, জামাল হোসেন দ্বায়িত্ব পাওয়ায় স্থানীয়ভাবে দল আরো শক্তিশালী হবে। তিনি আরো বলেন, সামনে নির্বাচন, এমন সময়ে গুরুত্বপুর্ণ এ পদটি শুন্য হওয়া সাংগঠনিক বিশাল শুন্যতার শামিল, যা পুরণে সক্ষম হবেন জামাল হোসেন মিয়া।
এ্যাড. জামাল হোসেন মিয়া তাকে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেয়ায় দলীয় সভাপতি, জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি দাবী করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জিং বিবেচনায় রেখে উপজেরার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে নৌকা প্রতিকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করবেন তিনি। #
Leave a Reply