1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
হে আল্লাহ, আমাদের আয়ু নিয়ে নেত্রীর আয়ু বাড়ীয়ে দাও -শামীম হক - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

হে আল্লাহ, আমাদের আয়ু নিয়ে নেত্রীর আয়ু বাড়ীয়ে দাও -শামীম হক

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ১৬৩০ জন পঠিত

স্টাফ রিপোর্টার :

ফরিদপুর: নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, মানবতার মাতা, জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। কবি জসীম উদ্দীন হল মঞ্চে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নানা আয়োজনের মধ্যে ছিল আলোচনা, দোয়া, কেক কাটা, প্রধানমন্ত্রীর উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন ও খাবার বিতরণ।

বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, শিল্পপতি শামীম হক। এছাড়া বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর জেলা আ.লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, কোতয়ালী থানা আ.লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি জিয়াউল হাসান মিঠু, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ অনিমেষ রায়, ফরিদপুর মটর ওয়ার্কাস ইউনিয়নের (রেজিঃ ১০৫৫)-এর সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাসির, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আজগর মানিক, আয়োজক সংগঠনের আহবায়ক মেহেদী হাসান শামীমসহ নেতৃবৃন্দ।

শামীম হক বলেন, নেত্রীর নির্দেশই চ‚ড়ান্ত নির্দেশনা। তিনি যেই ভাবে বলবেন, আমরা সেইভাবে পথ চলবো। এখানে কোন দুবৃত্তায়ন, রাজনৈতিক, সন্ত্রাসের স্থান হবে না। যারা বিএনপি-জামায়াতের সাথে আতাত করে হাইব্রিডদের নেতা হয়েছিলেন তাদের শেষ রক্ষা হবেব না। ফরিদপুরকে রাজনৈতিক দুবৃত্তায়নে শোষণ, নির্যাতন করেছিল খন্দকার বাবর, মোকাররম বাবু, সত্যজিৎ ও পরবর্তীতে রুবেল-বরকতসহ অনেকে। আজকে তাদের অবস্থা কী আপনারা দেখতে পারছেন? অন্যায় করে কেউ রেহায় পায় না। প্রবীণ আ.লীগ নেতা প্রয়াত সুরঞ্জিৎ সেন গুপ্তের উদ্ধৃতি দিয়ে বলেন, দাদা বলেছিলেন “বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না”। ফরিদপুরের ইতিহাস তুলে ধরেছেন যে সকল সাহসী সাংবাদিক আজকের আয়োজন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভরতার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি তিনি আমাদের আশা-আকাঙ্খার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই ফরিদপুরের রাজনীতি চলবে। এখানে গ্রæপিং-এর কোন সুযোগ নেই।

প্রধান অতিথি অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার বলেন, নেত্রী আমাকে যে সম্মান দিয়েছে তা হাজার হাজার, কোটি টাকার চেয়েও বেশী। রুবেল-বরকত কয়েক হাজার কোটি টাকা পাচার করেছে। তা মোশাররফেরই। আজ সেই টাকার অবস্থান কোতায়। আমি মাস্টার মানুষ রাজনীতিতে এক হাতে আমার ডাস্টার, আরেক হাতে শিক্ষা। আমি রাজনীতির শিক্ষায় নতুন প্রজন্মদের বলি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষিত হও। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় পথ হেঁটে এগিয়ে যাও। রাজনীতি মানে মানুষের সেবা দেওয়া। ব্যবসা করার জায়গা নয়। নেত্রীর সম্মান বজায় রেখে আমি আমৃত্যু মানুষের জন্য কাজ করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION