স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী সামন্তী আক্তারের মৃত্যুর ঘটনায় শোকযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিহত ও ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্র দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায়র দিকে কলেজ প্রাঙ্গণ থেকে এ শোকযাত্রা শুরু হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি অংশ নেয়। শোকযাত্রাটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ভাঙ্গা বাজার ঘুরে এসে ভাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে সেকানে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছাত্তার মিঞা, ইতিহাস বিভাগের শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষক ঝর্ণা রানী মৃধা, ভূগোল বিভাগের শিক্ষক এসএম সরোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের এম এ রাকিব, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মো. নুরুজ্জামান, মার্কেটিং বিষয়ের শিক্ষক তপন কুমার সাহা, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক মো. জাকির হোসেন, সমাজকর্ম (সম্মান) বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী রুবিয়া আক্তার প্রমুখ।
বক্তারা মহা সড়কে যান বাহন চলাচলের ক্ষেত্রে গতিসীমা বেধে দেওয়ার আহŸান জানান। তারা বলেন, একটি মৃত্যু সারা জীবনের কান্না। যে পরিবারের সন্তান সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অকালে মৃত্যু বরণ করে সেই পরিবার বোঝে সন্তান হারানোর যন্ত্রণা কতটা বেদনাদায়ক। একটি দুর্ঘটনা এ কলেজের সম্ভাবনাময় এক ছাত্রীর জীবন কেড়ে নিয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, এ মৃত্যু আমাদের কাছে কাম্য নয়। সড়কের এ মৃত্যুর মিছিল রোধ করতে যা যা প্রয়োজন তা করতে হবে। বক্তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড থেকে পুখুরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সকল ধরনের যানবাহন ধীর গতিতে চালানোর জন্য দাবী জানান।
উল্লেখ্য, গত ১১ মে সকাল ৮ টায় সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী সামন্তী আক্তার (১৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। এক বোন ও দুই ভায়ের মধ্যে সামন্তী বড়। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রাম থেকে একটি ইজি বাইকে ভাঙ্গা আসার পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি নামক স্থানে পৌছিলে একটি দ্রæত গতির বাস ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় সামন্তী। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply