মানিক দাস : মুজিব বর্ষ উপলক্ষে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটের বৃহস্পতিবার এ খেলায় জয়লাভ করেছে পাইওনিয়ার ক্রিকেট স্কুল। এদিন তারা সাভার ক্রিকেট একাডেমি কে ১০১ রানের বড় ব্যবধানে পরাজিত করে। নির্ধারিত ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে পাইওনিয়ার স্কুল ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। জবাবে সাভার একাডেমি 70 রানে অলআউট হয়। বিজয়ী দলের পক্ষে নাহিদ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান। সংক্ষিপ্ত স্কোর পাইওনিয়ার ক্রিকেট স্কুল (১৭১/৬, আসিফ ৪৭, নাহিদ ৫৬ জুবায়ের ২৩) নাবিল ৩ উইকেট। সাভার ক্রিকেট একাডেমি ৭০/১০ (মাসুম ১৪, ইফতি ১২) শাফিন ও তাহের ২ টি করে উইকেট নেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর সাধারণ সম্পাদক আলিআজগার মানিক। এ সময় অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply