স্টাফ রিপোর্টার :
তরুন সংগঠক, সাংবাদিক, কবি বিজয় পোদ্দার ও সমাজকর্মী নন্দিতা পোদ্দারের পুত্র শিবাজী পোদ্দারের শুভ জন্মদিন। দিনটি পালনে শিবাজী নিকেতন ও পারিবারিক ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। ঐ দিন ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রার্থনা গোপালগঞ্জের মুকসুদপুর উজানী মহাটালী পোদ্দার বাড়ীতে শীতার্তদের মাঝে কম্বোল বিতরণ শিশুদের নিয়ে সাংস্কৃতিক নিবেদন ও উড়াকান্দি শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আশ্রমে প্রার্থনা ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন। রাতে পোদ্দার বাড়িতে কেক কাটা ও দেশমাতৃকার কল্যাণে প্রার্থনা।
Leave a Reply