1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
“ভোট চুরির প্রকল্প ছাড়া বর্তমান সরকারের গতি নাই” - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

“ভোট চুরির প্রকল্প ছাড়া বর্তমান সরকারের গতি নাই”

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএপির রোডমার্চ ফরিদপুরের পৌছে বেলা দেড়টায়। পরে শহরের রঘুনন্দনপুরে (রাজবাড়ী রাস্তার মোড়ে) পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় নেতৃবৃন্দ। বেলা সাড়ে তিনটার দিকে কয়েকশ গাড়ীর বহর নিয়ে ফরিদপুর ত্যাগ করে রোড মার্চের বহর।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী।


এ পথসভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামসহ জাতীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন ও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহামুদ তার বক্তব্যে বলেন, আওয়আমীলীগের সাথে কেউ নেই। ভোট চুরির প্রকল্পই তাদের ভরসা। ভোট চুরি ছাড়া তাদের গতি নাই। তিনি বলেন, জাতিসংঘসহ সবাই বলছে বাংলাদেশে একটি গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তারা, যার অর্থ তত্বাবধায়ক সরকার। তিনি বলেন, যারা এই সরকারের ভোট চুরির সাথে জড়িত থাকবে তাদের তালিকা করা হবে।


পথসভার সভাপতি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক তারা বিএনপি করে। তিনি বলেরন এই সরকারকে আর ২০১৫ ও ২০১৮ এর মতো ভোট করতে দেয়া হবেনা।
জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই সরকার লুটেরা অমানবিক সরকার। এই সরকার জোর করে দেশ চালাচ্ছে জানিয়ে বলেন, সরকার জনগণকে নীপিড়ন করছে, মেগা প্রকল্পের নামে লুটপাট করে টাকা বিদেশে পাচার করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, এই সরকার আমাদের সব ধরনের অধিকার লুন্ঠন করেছ্।ে অধিকার আদায়ের লক্ষে তাকের রহমানের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ বলেন, নির্দলিয় সরকার ছাড়া, গণতন্ত্র প্রতিষ্ঠাছাড়া, আন্তর্জাতিক মানের ছাড়া এই দেশে কোনো নির্ভাচন হবেনা।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর বলেন, সারাদেশে মানুষ এখন জেগে উঠেছে, তারা ভোটের অধিকার চায়, তত্বাবধায়ক সরকার চায়। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION