মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইড় গ্রাম থেকে মাহমুদা বেগম(২৮) নামে ২ সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই গৃহবধুর স্বামীর বাড়ির একটি ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্বার করা হয়। সে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের শেখ নুর আলীর মেয়ে। ওই গৃহবধুর সামিয়া(৬) ও হাবিবা(২) নামে ২টি সন্তান রয়েছে। স্বামী শেখ শামীম পেশায় ভ্যানচালক।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে শেখ শামীমের সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। হতদরিদ্র পরিবারটি অভাব আর প্রতিকুলতায় নানা দৈন্যদশায় অতিবাহিত হচ্ছিল। এ নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে পারিবারিক কলহও দেখা দিত। শুক্রবার দুপুরের দিকে বড় মেয়ে সামিয়াকে মা মাহমুদা বেগম গালমন্দ ও মৃদু মারধোর করে।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শামীম শেখ স্ত্রীকে গালমন্দ ও মৃদু শারীরিক আঘাত করে। দুপুরে পরিবারের লোকজন ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মাহমুদাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে লাশ উদ্বারকারী ভাঙ্গা থানার এস.আই শহীদুল্লাহ জানান,লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply