1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর

  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৭৭২ জন পঠিত
প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর
প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলার চেয়ারম্যানপ্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার (১৩ মে) বিকাল ৩ টার দিকে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে দ্রæত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করা হয়েছে। বিকাল ৫ দিকে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাঁচাই-বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলাটির বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে তিনি আপিল করলে সেখানেও তার আবেদন নাকচ হয়ে যায়। এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ওয়াদুদ মাতুব্বরের রিট আবেদন গ্রহণ করে আজ সোমবার রুল জারি করেন। তাই এখন আর ওয়াদুদ মাতুব্বরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইলো না।

প্রসঙ্গত, আগামী ২১ মে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন সালথা উপজেলা পরিষদের বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান। ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে মো. ওয়াহিদুজ্জামানকে গত ২ মে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করেন সালথার রিটার্ণিং কর্মকর্তা ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির।

হাইকোর্টে ওয়াদুদের প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়ে জানতে চাইলে সালথার রিটার্ণিং কর্মকর্তা (সার্বিক) ইয়াছিন কবির বলেন, আপনারা খবরটি যে ভাবে জেনেছেন আমরাও সে ভাবে জেনেছি। তবে হাইকোর্টের নির্দেশনা সম্বলিত চিঠি আমাদের হাতে পৌঁছায়নি। ওই চিঠি আসার পর বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করা হবে। পরবর্তিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, আমি নির্বাচন করে জিততে চাই অপরদিকে প্রতিপক্ষ সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যান হতে চান। তিনি বলেন, এ রায়ে আমি শুধু আমার নিজের অধিকারই ফিরে পাইনি, সালথার মানুষও তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এ রায় জনগণের রায়, এ রায় সালথার সাধারণ মানুষের ভোটাধিকারের রায়।’ ওয়াদুদ মাতুব্বর বলেন, সোমবার বিকেলে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দিয়েছেন। আগামীকাল (আজ) সংশ্লিষ্ট সকলকে কপি পৌঁছে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION