মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের পরামর্শে এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদের নেতৃত্বে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা কৃষকের ধান কাটায় সহযোগিতা করেছে।
“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে অসহায় দরিদ্র কৃষকদের বিনামূল্যে ধান কেটে দিচ্ছে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ। দেশে চলমান করোনা ভাইরাস ও লকডাউনের কারনে শ্রমিক সংকটে পড়েছেন দেশের কৃষকরা। এই অবস্থায় দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।

বুধবার (৫ মে) সকালে পৌর শহরের নওয়াপাড়া গ্রামের কৃষক হাবিবুর শেখের ৫৪ শতাংশ জমির ধান কেটে দেন নেতাকর্মীরা। পরে ওই ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা। এসময় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদের সার্বিক নির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রোজা রেখে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। কৃষক হাবিবুর শেখ বলেন, ‘শ্রমিক সংকটের কারণে আমি জমির ধান কাটতে পারছিলাম না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে আমার বাড়ি পৌঁছে দেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
Leave a Reply