1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যকারীদের হুশিয়ারী দিলেন কাজী আব্দুস সোবহান - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যকারীদের হুশিয়ারী দিলেন কাজী আব্দুস সোবহান

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা অপ্রিতিকর কথা বলবে তাদের যে কোন যায়গা থেকেই প্রতিহত করার হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর-২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহান। শুক্রবার বিকেলে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তৃণমূল পর্যায়ে তুলে ধরতে নগরকান্দা উপজেলার ফূলসূতি ইউনিয়নের হিয়াবলদী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মৎস্যজীবিলীগের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন প্রধানমন্ত্রীকে নিয়ে একটি চক্র নানা ধরনের বাজে মন্তব্য করে আসলেও কখনোই তিনি কারো সাথে খারাপ ব্যবহার করেননি। তবে এখন থেকে যদি কেউ আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে তাহলে মৎসজীবিলীগ সেখানেই তাকে প্রতিহত করবে। মতবিনিময় সভায় বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে আব্দুস সোবাহান বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার আছে বলেই দেশে আজ এতো উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে আওয়ামীলীগ সরকার স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষার হার বৃদ্ধি, খাদ্যে সয়ংসম্পূর্ন, বেকারত্ব নিরসনসহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রেলপথে বিপ্লব, ক্রীড়াঙ্গনে সফলতা, কর্ণফুলী টানেল, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনসহ অসংখ্য মেঘাপ্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ একটি গণমুখী দল উল্লেখ করে সোবাহান বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে আসছে। যার ফলে আজ আমরা উন্নয়নের স্বর্ণ শিখরে পৌছাতে পেরেছি। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখাসহ দেশের স্বার্থে পুনরায় আওয়ামীলীগ সরকারের নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। একই সাথে এ আসনের মনোনয়ন কামনা করে আব্দুস সোবাহান বলেন আমি দীর্ঘ দিন মাঠ পর্যায়ের আওয়ামী রাজনীতি করে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত রয়েছি। তাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে নৌকার মনোনয়ন প্রদান করেন, তাহলে আপনাদের সহযোগিতায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে এ আসন জননেত্রীকে উপহার দিবো। আর যদি অন্য কেউ নৌকার মনোনয়ন পায় তাহলেও দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার পক্ষে কাজ করে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION