1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
পৃথক ঘটনায় ছিনতাই হওয়া দুই ইজিবাইকসহ গ্রেফতার ৫
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পৃথক ঘটনায় ছিনতাই হওয়া দুই ইজিবাইকসহ গ্রেফতার ৫

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৩ জন পঠিত
পৃথক ঘটনায় ছিনতাই হওয়া দুই ইজিবাইকসহ গ্রেফতার ৫
পৃথক ঘটনায় ছিনতাই হওয়া দুই ইজিবাইকসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পৃথক ঘটনায় ছিনতাই হওয়া দুটি ইজি বাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একটি ঘটনায় গ্রেফতার হওয়া দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানন্দি দিয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত সোমবার (২৬ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দার মাঠ বালিয়া গ্রামের বাসিন্দা মৃত ইশারত ভূইয়ার ছেলে হান্নান ভূইয়া (৪৮) ইজি বাইকে স্থানীয় জয়বাংলা এলাকা থেকে এক হাজার টাকা ভাড়ায় তিন যাত্রী নিয়ে ফরিদপুরের দিকে আসছিলেন। পথে যাত্রীরা চালককে নেশা জাতীয় পানীয় খাইয়ে রাত ৮টার দিকে সালথা থানায় লক্ষ্মণদিয়া এলাকায় তাকে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে যায়। পরে ইজিবাই চালকের স্ত্রী রহিমা বেগম পুলিশকে বিষয়টি জানালে ওইদিন দিবাগত রাত ১টার দিকে নগরকান্দার গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে ইজিবাইকটি উদ্ধার করা হয়।

ওই সময় গোপালগঞ্জের পুরান পাথালিয়া গ্রামের মিন্টু শেখ (৩৭) ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোপালপুর গ্রামের নূর হোসেনকে (২৭) গ্রেফতার করে পুলিশ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, গ্রেফতার হওয়া ওই দুই ব্যাক্তি গত মঙ্গলবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অপর ঘটনার কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, নগরকান্দার কোদালিয়া শহীদ নগর গ্রামের বাসিন্দা মো. শামীম হোসেন (৫৫) গত বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জয়বাংলার মোড় হতে চারজন যাত্রী নিয়ে ৮০ টাকা ভাড়ায় মুকসুদপুর কলেজের উদ্দেশ্যে রওনা দেন।

সাড়ে ৬টার রদিকে ইজিবাইকটি গজারিয়া সেতুর নিকট পৌঁছিলে যাত্রীবেশী ছিনতাইকারীরা চাকুদিয়ে চালক শামীমকে কুপিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী আহত শামীমকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত ইজিবাইক চালক শামীমের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার বলেন, ইজিবাইক চালকের মোবাইলের সূত্র ধরে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গার ছোট হামিরদী গারেম অভিযান চালিয়ে একটি গ্যারেজ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ভাঙ্গার ছোট হামিরদী গ্রামের বাসিন্দা ওই গ্যারেজের মালিক রাজু শরিফ (২৯)কে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মণকান্দা গ্রামের জয়নাল আবেদীন (২৫) ও সুমন শেখ (২৮) কে গ্রেফতার করা হয়। তাদের শনিবার (৩১ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, সম্প্রতি জেলায় ইজিবাইক ছিনতাই এর ঘটনা বেড়ে গেছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এ দুটি ঘটনার সাথে দুটি ছিনতাইকারী চক্র জড়িত। তবে এদের মধ্যে কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION