স্টাফ রিপোর্টার :
দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলায় নাম ওঠা ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর অপসারনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সোবহান মোল্যা, জামাল হোসেন, আনোয়ার শেখ, টুটুল বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, গত জুন মাসে ফরিদপুরে আওয়ামীলীগে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানে কয়েকজন প্রভাবশালী নেতা আটকের পর থেকেই ইউপি চেয়ারম্যান মজনু পলাতক রয়েছে। দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলায় নাম ওঠার পর ওই ইউপি চেয়ারম্যান পলাতক থেকেও পরিষদের গাছকাটাসহ বিভিন্ন প্রকল্প থেকে দুর্নীতি করে যাচ্ছেন বলে অভিযোগ মানববন্ধনকারীদের। #
Leave a Reply