সবুজ দাস : বিভিন্ন বাউল সংগীত ও বিচার গানের মধ্য দিয়ে ফরিদপুরের ঐতিহ্যবাহী শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফের তিন দিনব্যাপী ১৪ তম বার্ষিক ওরশ মোবারক পালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরের গত ২১ মার্চ সোমবার ওরশের প্রথম দিন বাদ যোহর মিলাদ মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে ওরশ মোবারক শুরু করা হয় এবং রাত ৯ টা থেকে সারারাত বাংলাদেশের বিভিন্ন বাউল শিল্পী দ্বারা সংগীত অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ ছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (২২ মার্চ) মঙ্গলবার বিকাল ৫ টা থেকে বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পী দ্বারা বিচার বাউল গান পরিবেশন করা হয়।পরিবেশনায় ঢাকা থেকে আগত সুজন সরকার বনাম মানিকগঞ্জ থেকে আগত মানিক দেওয়ান। পীর মুর্শিদ কেবলাজান দরবেশজী শাহ্ ছব্দুল চাঁন চরণ ধূলী দিতে ইচ্ছা প্রকাশ করেন আবুল সরকার। তিনি অনুষ্ঠানে এলাকাবাসী, সাধু, ফকির, তরীকার আশেকান, ভক্তবৃন্দের চরণ ধূলী কামনা করেন।
দরবার শরীফ সূত্র জানান, বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-অনুরক্তদের সমাবেশ ঘটে। শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফ এ মহা পবিত্র ওরশ মোবারক, ওরশকে কেন্দ্র করে দরগা শরীফ ভক্ত আশেকানদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হবে বলে জানান ।
উল্লেখ্য তিন দিনব্যাপী ওরশের শেষ দিনে (২৩ মার্চ) বিকাল ৫ টা থেকে বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পী দ্বারা বিচার বাউল গান পরিবেশন করা হবে। এতে অংশগ্রহন করবে ময়মনসিংহ থেকে আগত বাবু সুনিল কর্মকার বনাম ঢাকা থেকে আগত আলেয়া বেগম আলো।
Leave a Reply