স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দায় রাতের আধারে এক প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের ইটালি প্রবাসী রুবেল শিকদারের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। চোরেরা প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করে ভুক্তভুগীর পরিবার। এ ঘটনায় প্রবাসীর বড়ভাই মোঃ আক্তার শিকদার বাদী হয়ে ঐদিন সন্ধ্যায় নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে আক্তার শিকদার বলেন, প্রতিদিনের ন্যায় গত (১২ এপ্রিল) বুধবার রাত ৯ টার দিকে যথারীতি অনুযায়ী আমরা যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। ভোররাতে সেহেরি খাওয়ার উদ্দেশ্যে উঠে দেখি আমাদের ঘরের দরজা খোলা এবং ঘরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে, এছাড়া পুরো ঘর অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। হিসেব করে দেখি সোকেশ ভেঙ্গে নগদটাকা, স্বর্নালংকার ও আসবাবপত্রসহ চোরেরা আমাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply