নগরকান্দা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। গতকাল (১৫ জুন) বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া গ্রামের জামাল খানের পুত্র সোহেল খান (৩২), ভাঙ্গা উপজেলার সুখনি গ্রামের মতিউর রহমানের পুত্র জিয়ামিন সরদার (৩৪) ও অপরজন একই উপজেলার শুয়াদি গ্রামের মোস্তফা মাতুব্বরের পুত্র তারা মিয়া (৩৩)। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার গভির রাতে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা শেষে শুক্রবার সকালে ফরিদপুর কোর্টে প্রেরন করা হয়েছে।
Leave a Reply