নগরকান্দা সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নেতাকর্মীরা ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন শেষে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিকাল ৩ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি চয়ন কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply