স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আব্দুল মান্নানের সভাপতিত্ব আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় এ্যাড. জামাল হোসেন মিয়ার রাজনীতিতে আস্থা রেখে ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী সহ ২৫০- ৩০০ জন মানুষ যোগদান করে। উক্ত যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকের এই যোগদান সভার আয়োজন করা হয়েছে। নগরকান্দা উপজেলায় যদি কেউ সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবেন তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নগরকান্দায় জামাল মিয়ার রাজনীতির উপর আস্থা রেখে ৩ শতাধীক নেতা কর্মীর যোগদান
Leave a Reply