মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মাদ্রাসা পর্যায়ে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য পেয়েছে। এতে সদ্য ঘোষিত ফলাফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ আবু ইউছুফ মৃধাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইকামাতেদ্বীন মডেল(এম.এ) কামিল মাদ্রাসা,
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ওই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে হাফেজ মোঃ হাবিবুর রহমান মনোনিত হয়েছেন। এছাড়া সৃজনশীল মেধা অম্বেষণ প্রতিযোগিতায় কয়েকটি গ্রæপ থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সুরাইয়া তাসনিম,মুহাম্মাদুল্লাহ,সামিউল আলম,খাদিজা আক্তার এবং তহুরা আক্তার প্রথম স্থান দখল করে শ্রেষ্ঠত্ব বজায় রাখায় তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।
Leave a Reply