স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের পর এবার চট্রগ্রাম কাঁপালেন বঙ্গবন্ধুর দৌহিত্র, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। যুবলীগের নব নির্বাচিত এ প্রেসিডিয়াম সদস্য এবার পাল্টা হুমকী দিয়ে দিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে। হুশিয়ারি উচ্চারণ করে মো. মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার আগে তার সন্তান যুবলীগের সঙ্গে লড়াই করে দেখেন, পারেন কিনা। গত ৩০ নভেম্বর দুপুরে চট্টগ্রামের পুরনো রেলস্টেশন চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় নিক্সন বলেন, ‘মামুনুল হক কাকে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে! ব্যাটা কী পাগল? মাথায় কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজ সারাদেশে যুবলীগের সঙ্গে লইড়া দেখেন। আসেন, দেখেন, খেলা হবে। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নেই।’
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আরো হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যুবলীগ যদি মাঠে নামে, দৌড়াইয়া কূল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুইঝা নেন।
অনুষ্ঠানে হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতে যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমকে সংবর্ধনা দেয়া হয়।
Leave a Reply