স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলা মিথ্যা ও উদ্ধেশ্য প্রণোদিত দাবী করে ওই সব মামলা প্রত্যাহারের দাবীতে এক ঘন্টা ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে শত শত এলাকাবাসী। উপজেলা তালমা এলাকায় বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার, আওয়ামীলীগ নেতা কাজী শাহ জামান বাবুল, সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ খাঁন, সাবেক চেয়ারম্যান কালাম কাজী, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা সভাপতি ফারজানা খাঁন রিনি প্রমূখ বক্তব্য দেন।
বক্তারা দাবী করেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল আওয়ামীলীগের নেতা, কর্মী ও সমর্থকদের আসামী করে বিভিন্ন সময়ে অর্ধ ডজ্জন মামলা দায়ের করে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে কঠোর কর্মসূচী প্রদানের হুমকী দেয়া হয় মানববন্ধ থেকে। #
Leave a Reply