স্টাফ রিপোর্টার : বিলের ভেতরে অবৈধ খনন যন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছিলেন মো. ইব্রাহিম শরিফ নামে এক ইউপি সদস্য। বালু কাটার খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল সেখানে হাজির হয়। দূর থেকে ইউএনওর গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যান খননযন্ত্রের মালিক ওই ইউপি সদস্য। পরে বালু তোলার কাজে নিয়োজিত তিন শ্রমিক আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (০২ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনুল হক। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে শশা বিলে অবৈধ খননযন্ত্র বসিয়ে বালু তুলে করে বিক্রি করে আসছিল স্থানীয় ৎইউপি সদস্য ইব্রাহিম শরিফ। সোমবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের একটি দল হাজির হলে ওই ইউপি সদস্য দৌড়ে পালিয়ে যায়।
তবে খননকাজে নিয়োজিত তিন শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) মো. মইনুল হক বলেন, বিল থেকে এক ইউপি সদস্য বালু তুলছেন। এ খবর পেয়ে আদালত পরিচালনা করা হয়। তবে আদালতের উপস্থিতি দেখে পালিয়ে যান ওই ইউপি সদস্য।
Leave a Reply