স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মানবতার ফেরিওয়ালা খ্যাত কবি আলিম আল রাজি আজাদ আজ শনিবার দুপুরে বন্যায় অধিক ক্ষতি গ্রস্থ্য ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর বেড়ীবাধ ও সাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন।” জড়ঃধৎু পষঁন ড়ভ গবঃৎড়ঢ়ড়ষরঃধহ উযধশধ” – এর সহযোগিতায় ফরিদপুরের সাদিপুর এলাকার সর্বমোট ৭৪ টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি ।প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,২ কেজি আলু ১ কেজি ডাল ১ লিটার সয়াবিন তেল, ১ বক্স স্যালাইন বিতরণ করা হয়।
এসময় কবি আলিম আল রাজি আজাদ বলেন,ফরিদপুরের ঐতিহ্যবাহি পরিবারের কৃতি সন্তান শ্রদ্ধেয়া কাজি আজমেরী আপার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে জড়ঃধৎু পষঁন ড়ভ গবঃৎড়ঢ়ড়ষরঃধহ উযধশধ” – এর সহযোগিতায় বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং বানভাসী মনিুষের পাশে দাড়াতে সমাজের সকল শ্রেণীর মানুষ কে আহবান জানান।
Leave a Reply