1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষন করতে গিয়ে ... - আজকের ফরিদপুর
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষন করতে গিয়ে …

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৯৮২ জন পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের তত্ত¡াবধানে ও দিক নির্দেশনায় তথ্য উপাত্ত যাচাই পূর্বক সদরপুর থানার মামলা নং-০২, তাং- ০৯/০৬/২০২১, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৪)(খ) মামলাটি মাত্র ২০ (বিশ) ঘন্টার মধ্যে নিষ্পত্তি করা হয়।
বাদী মিজানুর রহমান (৪০),পিং-মৃত দানেস শিকদার, সাং- চররামনগর কাচারী ডাঙ্গী, ইউপি-আকোটেরচর, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর এর বাড়ির সামনে রাস্তার উন্নয়নের কাজ চলতেছিল। উক্ত কাজে বিবাদী-১। মোঃ ডিটল (২৭), পিং-ইনসার আলী, সাং-লক্ষীপুর সিংড়িকান্দি, ইউপিঃ ভায়ালক্ষীপুর থানা-চারঘাট,জেলা-রাজশাহী,বর্তমান ঠিকানা-মনিকোঠা মঞ্জু মাষ্টারের বাড়ি ভাড়াটিয়া থানা-সদরপুর,জেলা-ফরিদপুর মাটি কাটার শ্রমিক হিসেবে গত সপ্তাহ যাবৎ কাজ করিতেছিল। অতঃপর অদ্য ইং ০৯/০৬/২০২১ তারিখ- সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় বৃষ্টি আরম্ভ হলে উপরোক্ত বিবাদী সদরপুর থানাধীন আকোটেরচর ইউপি-চর রামনগর কাচারী ডাঙ্গী সাকিনন্থ বাদীর ভাই আফজাল শিকদারের বসত বাড়ির বারান্দায় এসে আশ্রয় নেয়। তখন বাদীর মা আনোয়ারা বেগম (৬৫) ঘরের বারান্দার একা ছিল। বাদীর মা আনোয়ারা বেগম (৬৫) শারিরীক ভাবে অসুস্থ ও হাটা-চলা করতে পারে না। সেই সুযোগে উপরোক্ত বিবাদী ঘরের বারান্দার বাদীর মায়ের শয়ন কক্ষে প্রবেশ করে বাদীর মাকে ঝাপটায়ে ধরে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে। তখন বাদীর মায়ের ডাকচিৎকারে পাশের রুম থেকে বাদীর ভাতিজি লামিয়া আক্তার(১৫) দৌড়ে বাদীর মায়ের রুমে প্রবেশ করে উক্ত ঘটনা দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে উক্ত বিবাদী দৌড়ে পালানোর চেষ্টা করে তখন বাদীর বড় ভাবি রোমা আক্তার (৩০) সহ  উপস্থিত সাক্ষী ১। জলিল হ্ওালাদার (৬০), পিতা-মৃত: অজ্ঞাত, ২। বসির আহম্মেদ (৪০), পিতা-মৃত:  অজ্ঞাত,  ৩। লাভলী আক্তার (২৭), স্বামী- মিজানুর রহমান, সর্ব সাং- চর-রামনগর কাচারী ডাঙ্গী, ইউপি- আকোটেরচর, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর সহ   অন্যান্য লোকজন দৌড়ে এসে উক্ত বিবাদীকে ধৃত করে। এ সংক্রান্তে বাদী থানায় হাজির হয়ে সংবাদ প্রদান করলে ফরিদপুর জেলার সদরপুর থানার মামলা নং-০২, তাং-০৯/০৬/২০২১, ধারা-৯(৪)(খ) ২০০০ সালরে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, সময়-১৮.৩০ ঘটিকার সময় মামলাটি রুজু হয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আক্রাম হোসেন ২০ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে উক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র নং-৬৮, তাং- ১০/০৬/২০২১ ইং  মূলে মাত্র ২০ (বিশ) ঘন্টার মধ্যে মামলাটি নিষ্পত্তি করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমলী আদালত, ফরিদপুর বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION