স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এর সৌজন্যে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে ঈদ উপহার প্রদান করা হয়। আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদী এর সভাপতিত্বে গজারিয়া বাজারে আজ রবিবার সকাল ১১ টায় দেশরতœ শেখ হাসিনার ঈদ উপহার সুবিধা বঞ্চিত ৭০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি কে এম সেলিম,সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ড.যশোদা জীবন দেবনাথ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই রমজান মাসে কোন ইফতার পার্টি যাতে না করা হয় তাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব এ কে আজাদ আজ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছেন। বক্তারা আরোও বলেন এই আসনে সামনের জাতীয় নির্বাচনে এমন দানশীল মানুষকেই আমরা আমাদের এমপি হিসেবে দেখতে চাই। আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা সকলেই তার পক্ষ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।
Leave a Reply