হৃদয় শীল মধুখালী :
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দির আড়ুয়াকান্দি গ্রামের পূর্ব শক্রতার জেরে রাজু সাহা (২৪) নামের এক যুবককে হত্যা অভিযোগ, রোববার (০৩ জানুয়ারি) বিকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজু সাহা ঢাকায় ব্যাবসা করতেন। বাড়িতে নতুন ভবন নির্মাণকাজ দেখাশোনার জন্য বর্তমানে বাড়িতেই থাকতেন রাজু।
নিহত রাজুর মা বলেন, কয়েকদিন আগে লাভলুর মিস্ত্রিদের সাথে রাজুর কথা কাটাকাটি হয়, সেখান থেকে রাজুকে মারার জন্য হাতাহাতি হয় একপর্যায়ে এক মিস্ত্রি বলেন তোকে যে কোন সময় মেরে ফেলবো।
নিহত রাজুর মা আরো বলেন, শনিবার রাত আনুমানিক ১০ঃ৩০ মিনিটের সময় রাজু মাঝকান্দি থেকে বাসায় আসে, আসার পরে মিস্ত্রি জসিম আমার বাড়িতে আসে এবং রাজুকে সাথে করে নিয়ে যায় নতুন বিল্ডিং এর থাকার কথা বলে, সকাল হওয়ার পরে রাজু বাসায় না আসায় রাজুর ফোনে ফোন দেন রাজুর মা ফোন বন্ধ পেয়ে নতুন বিল্ডিংয়ে আসেন এবং নির্মানাধীন বিল্ডিংয়ের ২০ থেকে ৩০ গজ রক্ত দেখতে পাই, রাজু হত্যা করে পায়খানায় লুকিয়ে রাখেন।
নিহত রাজুর বোন দিশা সাহা বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই যাতে অন্য কারে মায়ের কোল খালি না হয়।
ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির আশ্বাস দেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা তদন্ত করছি তদন্ত শেষে আমরা বিস্তারিত বলতে পারব এবং আইনানুগ ব্যবস্থা নিবো।
Leave a Reply