স্টাফ রিপোর্টার : স্বদেশ প্রেমের স্লোগানে উজ্জিবিত মুজিব সড়ক/উৎসবের রঙে দেশ ও ফরিদপুর/তোমার স্বপ্নের দোয়ার খুলে গেছে/ভালবাসার রোদ এসেছে উঠোন বারান্দায়/চেতনার শেকড় বিস্তৃত জয় বাংলায়………আমাদের স্বপ্নের পদ্মা সেতু পূর্ণতায়। সেই স্বপ্ন পূরণের উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক উপস্থাপন অনুষ্ঠিত। স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, পুলিশ, কবি, সাংবাদিক সর্বস্তরের মানুষের উপস্থিতি তখন পুরো মুজিব সড়ক কানায় কানায় ঢেউ খেলছিল স্বদেশ প্রেমের ¯েøাগানে। ঢাক, ঢোল আর সানাইয়ের সুরে তখন হাতে হাতে নাচছিল আমার পতাকা।
পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম (সেবা) (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) এর নেতৃত্বে পুলিশের একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক চত্তরে আসে। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ঠেলে সকলকে শোভাযাত্রায় অংশ নেবার আহবান জানান জেলা প্রশাসক অতুল সরকার। রঙ্গিন ব্যানার, ফেস্টুন আর বেলুনের উল্লাস যেন নতুন দিগন্ত উন্মচনের প্রয়াস ছড়িয়ে দিচ্ছিল বাতাসে। এ ছাড়া ফরিদপুর সি এন্ড বি ঘাট থেকে ভোর ৫.৩০ মিনিটে নৌ-যানে হাজার হাজার মানুষ পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যাত্রা করে। এ সময় সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফসহ আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার রাতে কয়েক হাজার নেতাকর্মীর নিরাপদ যাত্রা ও খাবার ব্যবস্থার পরিবেশ পরিদর্শনে যান জেলা আওয়ামীলীগের সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন ডিক্রিরচর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আবু ও ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির। জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল শিশু কিশোরদের অংশগ্রহণের “পদ্মা সেতু” শীর্ষক চিত্রাংকন ও স্বরচিত কবিতা, ছড়া, গান এবং গল্প, প্রবন্ধ সৃজনের প্রতিযোগিতা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে “পদ্মা সেতু যোগাযোগ ও সমৃদ্ধির নতুন দিগন্ত” শীর্ষক রচনা এবং স্বরচিত কবিতা, ছড়া, গান ও গল্প, প্রবন্ধ সৃজনের প্রতিযোগিতা। জেলার সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জাতীয় পতাকা হাতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পদ্মা থিম সং প্রচার। পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন।
Leave a Reply