সবুজ দাস, ফরিদপুর : ব্যবসায়িক মানসিকতা পরিহার করে ঔষধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সচেতন হবার পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী শামীম হক। শনিবার ফরিদপুর সদর হাসপাতালে বিনামূল্যে ১০০০ পিচ স্যালাইন বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
জানা যায়, হঠাৎ করে ফরিদপুরে ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা সদর হাসপাতালে শয্যা ও স্যালাইন সংকটে চিকিৎসাসেবা ব্যাহতের পাশাপাশি কলেরা প্রতিরোধক আইভি স্যালাইন বাজারে মিলছে না। যা পাওয়া যাচ্ছে তার দামও নেওয়া হচ্ছে বেশি। অনেক রোগীর স্বজনরা বেশি দাম দিয়েও পাচ্ছেন না তাদের কাঙ্খিত স্যালাইন। আর এমন সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর ব্যবস্থাপনায় এসব স্যালাইন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট তুলে দেন শামীম হক ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শামীম হক আরো বলেন যে কোন সংকটময়কালীন সময়ে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থেকেছে। বর্তমান এই দুর্যোগকালীন মুহুর্তেও সবসময় পাশে থাকবে। তিনি বলেন শীত আগমনের কারণে দিনে গরম রাতে ঠান্ডা, তাপমাত্রার এই ভারসাম্যহীনতার কারণেই ডায়রিয়ার আক্রান্তের হার বাড়ছে। এ সময় শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
একই সাথে ন্যার্য মুল্যে রোগীদের নিকট ঔষধ বিক্রির জন্য ব্যবসায়ীদের সচেতন হবার আবান জানান শামীম হক। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম ইসাহাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আ,স,ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, পৌর আওয়ামী লীগের আহবায়ক শাহিদ উদ্দিন আহমেদ, ফরিদপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাজহারুল ইসলাম চঞ্চল প্রমুখ।
স্যালাইন বিতরন করছেন শামীম হক
Leave a Reply