স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় একটি বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ আব্দুল পান্নু মাতুব্বর (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার মাঝারদিয়া এলাকার একটি বসতবাড়ি থেকে গাঁজাসহ ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। পান্নু মাতুব্বর ওই গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি। তিনি বলেন, এব্যাপারে সালথা থানায় নতুন করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply