মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে সন্ত্রাস-জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, রুপপাত উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান কাইয়ুম প্রমূখ। এসময় উপস্থিত ইউপি সদস্য ও স্থানীয়দের উদ্যেশে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীন বলেন, সবাই মিলে মিশে এলাকায় কাইজ্জা-মারামারী, মাদক কারবারী ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। তাহলেই সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।
Leave a Reply