মনির মোল্যা, সালথা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা এর সহযোগিতায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, থানার ওসি মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ।
এসময় মাঠের চারপাশে হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলায় মাঝারদিয়া ইউনিয়ন একাদশকে ০৩-০১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় রামকান্তপুর ইউনিয়ন একাদশ। এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহদাব আকবর চৌধুরী লাবু এমপি বলেন, সালথা-নগরকান্দায় কোন মাদক ব্যাবসায়ীর ঠাই হবে না। তরুণ প্রজন্মের সবাইকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলা করলে শরীর মন সব ভালো থাকে। মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই সব সময় চলবে।
Leave a Reply