মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক ভোরের ডাক এর মধুখালী প্রতিনিধি এসএম আবুল বাশার (৪১) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৬ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যু কালে ৬ বছর বয়সী একমাত্র পুত্র আব্দুল্লাহ, পিতা-মাতা ও দুই ভাইসহ বহুগুণাগ্রাহী রেখে গেছেন। ১৭ আগস্ট শনিবার সকাল ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংক্ষিত বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ,সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল,সাংবাদিক মোঃ মিজানুর রহমান সরদার,ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া এবং পরিবারের পক্ষে মরহুমের মামা গোন্দারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোলাইমান মোল্যা। ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাড়ীতে দ্বিতীয় নামাজে জানাজা পরবর্তী পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। তিনি ফরিদপুর চিনিকলে মৌসুমী চালক ও মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দায়ীত্ব পালন করেন। এসএম আবুল বাশার কিডনীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
Leave a Reply