স্টাফ রিপোর্টার : দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে আক্রান্ত হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি সাংবাদিক এম এ আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। গত বুধবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাজনিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল (৬৭) বছর। আজ বাদ জোহর তার নামাজে জানাজা আলিপুর হাসপাতাল জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক এম এ আজিজ ফরিদপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি পদে দায়িত্ব পালনসহ সমাজের মানবীয় আচরণের ক্ষেত্রে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার তার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক শোক বিবৃতিতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ প্রেস ক্লাবের সকল সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply