স্টাফ রিপোর্টার : ‘বাঁচাও মানুষ, বাঁচাও দেশ’- এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুর বাজার, বাস স্ট্যান্ড এবং ট্রাকস্ট্যান্ড এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ কারা হয় সদর উপজেলা বিএনপির উদ্যোগে।
এ গণ সংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলা বিএনপি’র সহ সভাপতি মো. হাজ্জাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জেলা ছাএদলের সহ সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। গণসংযোগকালে নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন, এ সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। সম্প্রতি ভোটার বিহিন ডামি নির্বাচানের মাধ্যমে একটি ডামি সরকার গঠিত হয়েছে।
এ সরকার মানুষের প্রতি দ্বায়বদ্ধ নয়। এ কারনেই প্রতিনিয়ত দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এ সরকারের পতন ছাড়া গণতন্ত্র এবং দেশের জনগণ মুক্তি পাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে গণবিরোধী এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিবার রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে। এ আন্দোলন সফল না হওয়া পর্যন্ত একজনও বিএনপির নেতা কর্মী ঘরে ফিরে যাবে না।
Leave a Reply