সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার সদরপুর বাজারে নিউ নবরুপা নামের একটি কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯এর ৪৪ধারায় ২০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।
অন্যদিকে সদরপুর বাজার ও সাড়ে সাতরশি বাজারে অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় মুদি, চায়ের দোকানসহ অন্যান্য ১৩ব্যবসায়ীকে ১হাজার টাকা করে ১৩হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল ও সদরপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
Leave a Reply