সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে ঝাটকা ইলিশ শিকার করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রির খবরের অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার দুপুরে অভিযানে পদ্মা-আড়িয়াল খাঁ নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা- ১৯৮৫ এর আইনে উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করেন। আটককৃত কারেন্ট জাল পদ্মার পাড়েই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম বলেন, পহেলা ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযান চলবে আগামি ৩০জুন পর্যন্ত।
Leave a Reply