সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে ১৪ বছর সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমান সর্দার (৩৫) নামে এ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করে। জানা গেছে, উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামের মৃত: জয়নাল সর্দারের ছেলে মিজানুর রহমান সর্দারের বিরুদ্ধে ২০১৯ সালে নরী ও শিশু নির্যাতন আইনে তার প্রথম স্ত্রীর দায়ের করে। মামলায় জেলা দায়রা জজ্ আদালত আসমীকে ১৪ বছর সাজা ও ৫০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করে। এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের জানান, কোর্ট থেকে গ্রেফতারী পরোয়ানা আদেশ পাওয়ার একদিন পরই অভিযান চালিয়ে কৃষকের ছদ্ম বেশে পুলিশ ১৪ বছরের সাজা প্রাপ্ত আসামী মিজানুর রহমান সর্দারকে গ্রেফতার করতে সক্ষম হই।
Leave a Reply