স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেলে উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফকিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহি, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান সহ উপজেলা ইউনিয়ন যুবলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। প্রস্তুতিমূলক সভায় আগামী ২১শে ফ্রেব্রুয়ারি মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জাতীয় কর্মসূচির আলোকে উপজেলায় অনুষ্ঠিতব্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
Leave a Reply