সবুজ দাস : বঙ্গবন্ধু সেবা সপ্তাহ ২০২২ ও ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে লায়ন ক্লাব অফ ফরিদপুর (লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা: ৩১৫ এ১, বাংলাদেশ)। ১৩ ই আগস্ট শনিবার শহরের হাউজিং স্টেটে বিভিন্ন ঔষধি ও ফলজ প্রজাতীর বৃক্ষ রোপন করে এ কর্মসূচির উদ্ধোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।এ সময় লায়ন ক্লাব অফ ফরিদপুরের প্রেসিডেন্ট লায়ন কে.এম খায়রুদ্দিন মিরাজ, ফরিদপুর হাউজিং স্ট্রেট কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার, লায়ন ক্লাব অফ ফরিদপুরের সেক্রেটারি লায়ন শফিউল আলম, ভাইস প্রেসীডেন্ট লায়ন মো: আলী আকবর, ডাইরেক্টর শাহিদুর রহমান মানিক, মতিউর রহমান নান্নু, মোস্তফা খান, খন্দকার ফজলে রাব্বি, আইপিটি সুজায়েত মাস্টার সহ লায়ন ক্লাব অফ ফরিদপুরের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বৃক্ষরোপন কর্মসূচি পালন উপলক্ষে লায়ন ক্লাব অফ ফরিদপুরের প্রেসিডেন্ট লায়ন কে.এম খায়রুদ্দিন মিরাজ জানান বর্তমানে আমাদের দেশে অধিক পরিমান গাছ কাটার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নস্ট হচ্ছে। তিনি বলেন জ্বালানির জন্য অধিক পরিমান বৃক্ষ কর্তন করা হলেও সেই তুলনায় বৃক্ষ রোপন করা হচ্ছে না। ফলে পৃথিবীতে আদ্রতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে পশু, পাখির অভয়ারন্য হ্রাস পাচ্ছে। তাই আমাদের পরিবেশকে এমন বিরুপ পরিস্থিতির হাত থেকে বাঁচাতে এবং বঙ্গবন্ধু সেবা সপ্তাহ ২০২২ ও ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের অংশ হিসেবে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হচ্ছে। একই সাথে লায়ন ক্লাব অফ ফরিদপুরের পক্ষ হতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন লায়ন কে.এম খায়রুদ্দিন মিরাজসহ অন্যান্য সদস্যবৃন্দ।
লায়ন ক্লাব অফ ফরিদপুরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
Leave a Reply