স্টাফ রিপোর্টার :
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার আজিজুর মোল্যা (২৫) নামে এক যুবক। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালারামপুর থেকে ফোন করে মৃত্যুর খবর জানান আজিজুলের সেখানকার সহযোগীরা। নিহত আজিজুর উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মো. কালাম মোল্যার ছেলে। এদিকে দ্রুত আজিজুরের লাশ দেশে আনতে সরকারের সহযোগীতার চেয়েছেন তার (আজিজুর) পরিবার। অপরদিকে আজিজুরের লাশ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে সালথা উপজেলা প্রশাসন।
নিহতের চাচাতো ভাই মো. ইউসুফ মোল্লা জানান, শনিবার সন্ধা সাতটার দিকে তার মোবাইলে ফোন করে জানানো হয় কাজ শেষে সাইকেল যোগে বাজারে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ী তাকে ধাক্কা দিলে আজিজুল ঘটনাস্থলেই মারা যায়। এরপর সে খবরটি আজিজুলের পরিবারকে জানায়।
আজিজুলের সেজো ভাই মো. ইয়াসিন জানান, পাঁচ ভাইবোনের মধ্যে আজিজুল চতুর্থ, একমাত্র বোন সবার ছোটো। পাঁচ বছর আগে সে দরিদ্র বাবার পরিবারের স্বচ্ছলতা আনতে মালয়েশিয়া গমন করে। তিনি জানান, আজিজুলের উপর ভর করেই কৃষক বাবার দরিদ্র পরিবার ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছিলো। দূর্ঘটনায় পুরো পরিবার বিমর্ষ। তিনি আরো জানান, বড় ভাইয়েরা সবাই বিয়ে করে যে যার মত আলাদা সংসার গড়েছেন। আর আজিজুর তার বয়স্ক মা-বাবার ভরন পোষন দিতেন।
আজিজুলের মৃত্যুর খবর জানার পর থেকেই বার বার মুর্ছা যাচ্ছেন বৃদ্ধ মা কমেলা বেগম। কোনো সান্ত¦নাই যেনো তার মনকে মানাতে পারছেন না। যাকে তাকে ধরে আজিজুলকে ফিরিয়ে দেবার আকুতি জানাচ্ছেন বারবার।
আজিজুলের মো. কালাম মোল্লা সন্তানের লাশটি ফিরিয়ে আনতে চান। দরিদ্র পরিবার জানেনা কোন প্রক্রিয়ায় ফেরত পাওয়া যাবে লাশ, তাই সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা চেয়েছেন তিনি। নিহতের চাচা আকুব্বর মোল্লাও আবেদন জানান, যে কোনো প্রকারে আজিজুলের লাশ দেশে ফিরিয়ে এনে দাফন করে শেষ সান্ত¦না পাবার।
মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর জানান, লাশ ফিরিয়ে আনতে কাগজপত্র সংগ্রহের চেষ্টা চলছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহীন বলেন, মারা যাওয়ার খবর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। লাশ ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের (উপজেলা প্রশাসনের) যতোটুকু করার করবো। #
Leave a Reply