1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে গণ বিজ্ঞপ্তি জারি করলেন জেলা প্রশাসক - আজকের ফরিদপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে গণ বিজ্ঞপ্তি জারি করলেন জেলা প্রশাসক

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ জন পঠিত
রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে গণ বিজ্ঞপ্তি জারি করলেন জেলা প্রশাসক
রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে গণ বিজ্ঞপ্তি জারি করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের জন্য আলাদা আলাদা ভাবে গণ বিজ্ঞপ্তি জারি করেছেন। বুধবার রাতে তিনি এ গণ বিজ্ঞপ্তি জারি করেন। অপরদিকে রিটানিং কর্মকর্তা হিসেবে গত বৃহস্পতিবার সকালে তিনি ফরিদপুরের সদরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে জন সম্মুখে তার কার্যক্রম শুরু করেছেন।

রিটানিং কর্মকর্তা হিসেবে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (২) অনুসারে আমি মো. কামরুল আহসান তালুকদার জেলা প্রশাসক ফরিদপুর ও রিটানিং অফিসার এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন ১৫ নভেম্বর প্রজ্ঞাপন অনুসারে প্রত্যেক নির্বাচনী এলাকার ভোটারগণকে স্ব স্ব নির্বাচনী এলাকা হতে একজন জাতীয় সংসদ সদস্য নি¤œ লিখিত সময় সূচি ঘোষণা করেছেন। এরপর নির্বাচনী তপশিল তুলে দেওয়া হয় ওই গণ বিজ্ঞপ্তিতে। রিটানিং কর্মকর্তা ফরিদপুরের চারটি সংসদীয় আসন ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ এর জন্য এই একই গণ বিজ্ঞপ্তি আলাদা আলাদা স্বাক্ষরে গণবিজ্ঞপ্তি জারি করেন।

এদিকে বৃহস্পতিবার জেলা প্রশাসক রিটানিং কর্মকর্তা হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে জন সম্মুখে তার কার্যক্রম শুরু করেন। সকাল ১০টার দিকে সদরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে ভোট ডাকাতি ও যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। আমরা ভোট কেন্দ্র শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিব। জেলা প্রশাসক বলেন, এবার বাংলাদেলের নির্বাচন গেøাবাল ইস্যুতে পরিণত হয়েছে। আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ^বাসীকে উঁচু করে দেখাতে চাই।

জেলা প্রশাসক আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে ফরিদপুর জেলার কোথাও সহিংসতা, ভোট ডাকাতি, ব্যালট ছিনতাই, কারচুপি কোনো ভাবেই হবে না। ভোটকেন্দ্রের নিরাপত্তা আমরা শতভাগ নিশ্চিত করবো। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন যাতে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন সে ব্যবস্থা করবেন। বাংলাদেশের মধ্যে ফরিদপুরে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিবো। তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্র গিয়ে ভোটাররা যতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।

এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ। পরে জেলা প্রশাসক নারিকেল বাড়ীয়া ইউনিয়নের নদী কেন্দ্রীক স্কুল গুলোতে যাতায়াতের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ট্রলার উপহার দেন। পদ্মার চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও নারিকেল বাড়ীয়া ইউনিয়নে সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন মাধ্যমিক বিদ্যালয় এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION