সবুজ দাস, ফরিদপুর : গত কয়েক দিনের টানা শৈত প্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম দূর্ভোগে। ফরিদপুরের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শৈত প্রবাহ চলাকালে জেলার সর্ব নিম্ন তাপমাত্রা নয় ডিগ্রিতে নেমে গিয়েছিলো। এতে প্রচন্ড শীতে অসহায় দিন কাটাচ্ছেন হত দরিদ্র মানুষেরা। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে রাতের আঁধারে ফরিদপুর শহরে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম)। একই সাথে শহরের দুটি এতিমখানায়ও কম্বল বিতরন করেছেন তিনি।
১৮ ই জানুয়ারী বুধবার গভীর রাতে শহরের বায়তুল আমানস্থ আরামবাগ এতিমখানা, টেপাখোলা মুন্সী বাড়িস্থ তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানাসহ শহরের রেলওয়ে স্টেশন এবং ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালি থানার অফিসার ইনচার্জ এম এ জলিল সহ পুলিশের একটি টিম। এদিকে কনকনে এই তীব্র শীতে রাতের অন্ধকারে সমাজের ছিন্নমুল মানুষেরা এসব কম্বল পেয়ে শীতের তীব্রতা কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন।
রাতের আঁধারে ফরিদপুর পুলিশ সুপারের কম্বল বিতরন
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, সমাজের ছিন্নমুল মানুষেরা এই তীব্র শীতে খুবই কষ্ট পাচ্ছে। তাই পুলিশে চাকরির সুবাদে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এসব ছিন্নমুল মানুষের জন্যে আমাদেরও কিছু করার রয়েছে। এরই ধারাবাহিকতায় তীব্র কনকনে শীতের কথা মাথায় রেখে এ সব অসহায়দের মাঝে কম্বল বিতরনের উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার মহোদয়। উল্লেখ্য শীতের শুরু থেকেই ফরিদপুরের পুলিশ সুপার সমাজের অসহায় ছিন্নমুলদের মাঝে কম্বল বিতরন করে আসছেন।
রাতের আঁধারে ফরিদপুর পুলিশ সুপারের কম্বল বিতরন
Leave a Reply