স্টাফ রিপোর্টার :
জাতির পিতার সংগ্রামী জীবন ও মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার মানসে দক্ষিণ বঙ্গের অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ঐতিহাসিক জীবনপটের টেরাকোটার উদ্বোধন করা হয়েছে।
রোববার কলেজটির শহর ক্যাম্পাসে এ ম্যুরাল ও টেরাকোটার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭১এর পরাজিত শকুনেরা নতুন করে খামচে ধরেছে। সকলকে সজাগ থাকতে হবে। পরাজিত শকুনেরা বাংলাদেশকে পাকিস্থানের আদলে, পাকিস্থানের ভাবধারায় তারা দেশকে ধ্বংস করতে চেয়েছিলো। আমাদের স্বাধীনার চেতনা ও মূল্যবোধ ধ্বংস করাই ছিলো ওদের লক্ষ্য।
বিএনপিকে উদ্ধেশ্য করে, একদফার দাবীতে যারা আন্দোলন করছে তারা মামা বাড়ীর আবকদার করছে। তিনি বলেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন ভুলে যান।
তিনি আরো বলেন, আন্দোলন কিংবা মিছিল মিটিংয়ের নামে আগুন সন্ত্রাস কিংবা আবার রেল লাইন উপড়ে ফেলানো হয় তবে কাউকেই রেহাই দেয়া হবেনা।
আব্দুর রহমান বলেন, যদি নিজেদেই এতোই জনপ্রিয়তা আছে মনে করেন তবে নির্বাচনে অংশ নিন। তিনি আশ্বস্ত করেন এবারের নির্বাচনও অবশ্যই নিরপেক্ষ হবে। ভোটাররা তার ভোট নিরাপদে প্রয়োগ করবে।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আবদুল হালিম, পৌর মেয়র অমিতাভ বোস, রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সম্পাদক মো. আশরাফুল আজম। #
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যুরাল নির্মাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রসময় কীর্ত্তনীয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ প্রমুখ। #
Leave a Reply