স্টাফ রিপোর্টার :
রাজনীতির মাঠি দাপিয়ে বেড়াচ্ছেন সময়ের সাহসী জননেতা কাজী আব্দুস সোবহান। প্রতিনিয়ত ঘুরছেন ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত নগরকান্দা ও সালথার প্রত্যন্ত অঞ্চল। গ্রামের জনপদে ঘুরে ঘুরে নিজের জনপ্রিয়তাকে আরেকবার ঝালিয়ে নিচ্ছেন।
বর্ষিয়ান নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এরই মধ্যে শুন্য ঘোষনা হয়েছে ফরিদপুর-২ আসন। বেজে উঠেছে উপনির্বাচনের সাইরেন। আগামী ০৫ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়ন যুদ্ধে অংশ নিতে প্রস্তুত কাজী আব্দুস সোবহান।
সম্প্রতি এ নেতা চষে বেড়িয়েছেন নগরকান্দা উপজেলার রাম নগর ইউনিয়ন। ছোটোবড় সকলের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন এলাকার মানুষ। স্থানীয়দের দাবী, কাজী আব্দুস সোবহান সবসময়ই গণমানুষের পাশে থাকেন। সহযোগীতার হাত বাড়ান বিপাদে আপদে। করোনাকালের দূর্যোগ মুহুর্তে যখন অনেক নেতান সন্ধান মেলেিেন কোথাও তখনো মানুষের দ্বারে দ্বারে খাদ্য ও সহযোগীতা নিয়ে ছুটতেন কাজী আব্দুস সোবহান। পাশে থাকেন কন্যা দায়গ্রস্ত পিতার। তারা মনে করেন, সবসময় মানুষের পাশে থাকা মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আরো বেশী সাধারণ মানুষের পাশে থাকতে পারবেন। এমন মানুষেরা কখনো হারিয়ে যাবেনা বলে মনে করেন তারা।
আর কাজী আব্দুস সোবহান বলেন, বছরের পর বছর মানুষের পাশে ছিলাম, আছি আগামীতেও থাকনো। মানুষের প্রতি ভালোবাসা থেকেই সহযোগিতার হাত বাড়াই। কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় নয়। মনোনয়ন চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার। মনোনয়ন পেলেও মানুষের পাশে থাকবো, না পেলেও পাশে থাকবো। তবে আরো বেশী মানুষের পাশে থেকে কাজ করতে চাই, তার জন্যে পদে থাকা প্রয়োজন হয়। বঙ্গবন্ধু কন্যা মনোনয়ন দিলে মানুষের জন্যে বেশী বেশী কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, ফরিদপুর-২ সংসদীয় আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর আসনটিতে উপনির্বাচন হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই আসন শূন্য হয়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব উপনির্বাচনের এই তথ্য নিশ্চিত করেছেন।
তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১০ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ অক্টোবর। ভোটাভুটি হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। গত ১১ সেপ্টেম্বর সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসন শূন্য হয়।
প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী। পরে তার নির্বাচনী আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
Leave a Reply